স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মার্চ : লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়া পর রাজ্য তথা দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। কিন্তু ধর্মনগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরও প্রতিদিন চোরের উপদ্রব বৃদ্ধি পেয়ে চলেছে। সাধারণ মানুষ পুলিশের উপর আস্থা হারিয়ে নিজেদের ব্যবস্থা নিজেরাই করবে বলে মন স্থির করে নিচ্ছে।
কারণ ধর্মনগর থানা যে ভূমিকা পালন করছে তা সাধারণ মানুষ সন্তোষ্ট নয়। এবার চুরির ঘটনা চন্দ্রপুরের সুরভী আশ্রম সংলগ্ন এলাকায় ঘটেছে। বাড়ির মালিকের নাম বাবুল মালাকার। জানা যায়, মঙ্গলবার রাত ভাত খেয়ে ঘুমানোর পর ভোর চারটার নাগাদ ঘুম ভাঙলে দেখতে পায় আলমারি খোলা। এবং ঘরের সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারপর ঘরের আলো জ্বালিয়ে দেখে নগদ অর্থ, মোবাইল ফোন, স্বর্ণালংকার নিয়ে গেছে চোরের দল। তারপর ঘরের ফোনে ফোন করার পর অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। খবর দেওয়া হয় ধর্মনগর থানা পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।