Saturday, July 27, 2024
বাড়িরাজ্যনাবালিকা অপহরণের অভিযোগ তুলে উত্তাল পরিস্থিতি কৈলাসহরে

নাবালিকা অপহরণের অভিযোগ তুলে উত্তাল পরিস্থিতি কৈলাসহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মার্চ : কৈলাশহর মাগরুলী শেখপাড়া ৫ নং ওয়ার্ড এলাকা থেকে নাবালিকা অপহরণ কান্ডে জড়িত থাকার কারণে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল কৈলাশহর ইরানি থানার পুলিশ। অভিযোগ কৈলাশহর বৌলাবাসা এলাকা থেকে ১৪ বছরের এক নাবালিকাকে বলপূর্বক কৈলাশহর ইরানি থানার অধীনে শেখপাড়া ৫ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা ফুল মিয়া ছেলে জাহিদ হাসান অপহরণ করে নিয়ে যায়। পাশাপাশি জাহিদ হাসানের সাথে অপর আরেকটি যুবক ছিল বলেও স্থানীয়রা জানায়। যদিও ওই যুবকের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

পরবর্তী সময় বৌলাবাসা এলাকার বাসিন্দারা ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা এসে কৈলাশহর থানায় দারস্থ হয়। পরবর্তী সময় ওই নাবালিকার পিতা জাহিদ হাসানের বিরুদ্ধে কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে কৈলাশহর মহিলা থানার পুলিশ ও ইরানি থানার পুলিশ মাগুরুলি শেখপাড়া ৫ নং ওয়ার্ড এলাকা থেকে জাহিদ হাসানের বাড়ি থেকে নাবালিকাটিকে উদ্ধার করে। এই খবর বৌলাবাসা এলাকার বাসিন্দারা ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা পাওয়ার পর কৈলাশহর থানার সামনে পথ অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। অবরোধকারীদের দাবি অবিলম্বে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। এদিকে টায়ারের আগুন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা নেভাতে আসলে সেই অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িটির মধ্যেও ইট পাটকেল ছুটতে থাকে অবরোধকারীরা। তারপর ঘটনাস্থল থেকে ফিরে যেতে হয় অগ্নি নির্বাপক দপ্তরের গাড়িটিকে। পরে অভিযুক্ত যুবককে তার নিজ বাড়ি থেকে আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য