স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ মার্চ : পাশবিক লালসার শিকারের চেষ্টার অভিযোগ তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের এক কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম বরুণ দেববর্মা। থানায় অভিযুক্তের বিরুদ্ধে করা হয় মামলা।
অভিযোগ বরুণ দেববর্মার বাড়িতে থেকে পড়াশুনা করছিল মেয়েটি। তখন অভিযুক্ত বরুন দেববর্মার মেয়েটির সাথে পাশবিক লালসা মেটানোর চেষ্টা করত বলে অভিযোগ। এদিকে দিন যত গড়াতে থাকে অভিযুক্ত বরুণ দেববর্মার কুকর্মের মাত্রা বৃদ্ধি পেতে থাকে, ফলে মেয়েটির উপর দীর্ঘদিন ধরেই চলতে থাকে মানসিক অত্যাচার। মেয়েটিকে অভিযুক্ত বরুণ দেববর্মা ধারালো অস্ত্র দেখিয়ে ভয় ভীতি প্রদর্শন করত বলেও অভিযোগ। এই কারণে এতদিন ওই মেয়েটি কিছু না বললেও মঙ্গলবার তার পরিবারের লোকজনদের ঘটনা সম্পর্কে অবগত করলে পরিবারের লোকজনদের তেলিয়ামুড়া থানায় সুষ্ঠু বিচারের আশায় শরণাপন্ন হয়। পুলিশকে এ বিষয়ে জানানো হলে পুলিশ অভিযুক্ত বরুণ দেববর্মাকে থানায় নিয়ে যায়। এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে।