স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : চলতি বছরে এখনও এস সি এবং এস টি ছাত্র-ছাত্রীদের পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ প্রদান করা হয় নি। ফলে ছাত্রছাত্রীরা আসন্ন শারদ উৎসবে ব্যাপক আর্থিক সংকটে ভুগছে। তাই শুক্রবার এন এস ইউ আই পক্ষ থেকে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাজ্য সরকারের উদ্দেশ্যে বলা হয়, অবিলম্বে ছাত্র-ছাত্রীদের স্কলার্শিপ যাতে প্রদান করা হয়। কারণ শারদ উৎসবে আর মাত্র কয়েকদিন বাকি। কিন্তু এখনও রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান করার কোন উদ্যোগ গ্রহণ করেনি। সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। সরকার যাতে ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ নির্ধারিত সময়ের মধ্যে প্রদান করে। নয়তো পুনরায় বৃহত্তর ছাত্র আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন এন এস ইউ আই নেতা সম্রাট রায়। সম্রাট রায় আরো বলেন, সরকার ১৪৪ ধারা দিয়ে আটকে রাখতে পারবেনা ছাত্র আন্দোলন। সরকার যদি ইতিমধ্যে অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে স্কলারশিপ প্রদান না করে তাহলে পূর্বের মতো সমস্যা সমাধান করতে তারা পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান তিনি।