স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : রাজধানীর হরিগঙ্গা বসাক রোডের শেরিফ শোরুমের দ্বিতলে আচমকা আগুন লেগে যায়। ধোঁয়া বের হতে দেখতে পেয়ে দমকল কর্মীদের খবর দেওয়া হয়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে। মহারাজগঞ্জ বাজার থেকে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। খবর পেয়ে আগরতলা ফায়ার ষ্টেশন থেকে ছুটে যায় দমকলের আরো দুটি ইঞ্জিন। সকলের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রনে আসে।
দিনের ব্যস্ত তম সময় এবং তার সঙ্গে পুজোর বাজার থাকায় ভিড় জমে যায়। দমকল এক আধিকারিক জানান বিদ্যুৎ -এর শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মিটার বক্সের গিয়ার গুলিতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। কিন্তু তাতেও আগুন বেশি ছড়াতে পারত না। এই মিটার বস্কের নীচে কিছু খালি কার্টুন রাখা ছিল। আগুনের ফুলকি এই খালি কার্টুনে পড়তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষয়ক্ষতি তেমন হয়নি। কিছু বৈদুতিন সামগ্রী আগুনে পুড়ে যায়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আসে। কোন আতঙ্কের আর কারন নেই বলে জানান তিনি। তবে সঠিক ব্যবস্থাপনা ছিল না বলেও জানান দমকল আধিকারিক।