স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মার্চ : রেল লাইনে ঝাপ দিয়ে আত্মহত্যা এক যুবকের। ঘটনা রবিবার রাতে ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন এলাকায়। মৃত যুবকের নাম বিশাল শর্মা, বয়স ২২ বছর। বাড়ি কদমতলা থানার অন্তর্গত সরসপুর গ্রামে। মৃত বিশাল শর্মার এক নিকট আত্মীয় জানান বিশাল ধর্মনগর তার জেঠুর বাড়িতে থাকত। রবিবার বিকালে অন্যান্য দিনের ন্যায় সে বাড়ি থেকে বেরিয়ে যায়।
রাত ৯ টা নাগাদ তার ফেজবুকে একটি পোস্ট দেখে পরিবারের লোকজদের সন্দেহ হয়। সাথে সাথে পরিবারের লোকজন খুজাখুজি শুরু করে। বিশালের হদিশ না পেয়ে পরিবারের লোকজন ধর্মনগর থানায় মিসিং ডাইরি করে। এরই মধ্যে গভির রাতে পরিবারের লোকজন খবর পায় ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন এলাকায় এক যুবকের মৃতদেহ পাওয়া গেছে। সেই সংবাদের উপর ভিত্তি করে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় মৃতদেহটি বিশালের। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ধর্মনগর জেল হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য। সোমবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।