স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মার্চ : গরমের সুস্বাদু রসালু ফলের মধ্যে একটি অন্যতম হল তরমুজ। ইতিমধ্যে রাজ্যের বাজারে আমদানি হতে শুরু করেছে তরমুজ। রাজধানী আগরতলা শহরের বাজারেও এসে গেছে গরমের সুস্বাদু রসালু ফল তরমুজ। মহারাজগঞ্জ বাজারের এক পাইকারি ফল ব্যবসায়ী জানান, আগে রাজ্যে যথেষ্ট পরিমাণে তরমুজ চাষ হতো। একই জমিতে পর পর দুই থেকে তিন বারের তরমুজ উৎপাদন হয় না।
ফলে বর্তমানে রাজ্যে তরমুজ চাষ অনেকটা কমে গেছে। ফলে বহিঃরাজ্য থেকে তরমুজ আমদানি করতে হয়। বর্তমানে বেঙ্গালুর থেকে রাজ্যের বাজারে তরমুজ আমদানি করা হয়েছে। বেঙ্গালুর থেকে আমদানি করা তরমুজ পাইকারি বাজারে বিক্রয় হচ্ছে ৩০ থেকে ৩২ টাকা প্রতি কেজি। খুচরা বাজারে এই তরমুজ বিক্রয় হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা প্রতি কেজি। তবে বাজারে তরমুজে চাহিদা অনেক বেশি রয়েছে। দিন শেষে অফিস থেকে বাড়ি ফেরার সময় অনেকেই হাত লাগাচ্ছে তরমুজে। অন্যান্য রসালো ফলের মত এ ফলটিও অত্যন্ত সুস্বাদু। দামে তেমন পরিবর্তন আসবে না বলে মনে করছে অনেকে।