স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ মার্চ : সোমবার জিরানিয়া থানা এলাকায় ট্রিপার গাড়ির ধাক্কায় গুরুতর ভাবে আহত হল এক বাইক চালক। আহত বাইক চালকের নাম জেমস কলই (২৩)। বাড়ি টাকারজলা থানার অন্তর্গত বৈরাগী পাড়া দেবছড়া এলাকায়। আহত যুবকের ছোট বোন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানায় জেমস কলই সকাল ১১ টা নাগাদ নিজের বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে জিরানিয়া এলাকায় যায়।
জিরানিয়া যাওয়ার পর একটি টিপার গাড়ি জেমস কলই-এর বাইকে ধাক্কা মারে। এতে রাস্তায় ছিটকে পরে আহত হয় জেমস কলই। দমকল বাহিনীর কর্মীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জিরানিয়া হাসপাতালে নিয়ে যায়। এইদিকে জেমস কলই-র স্ত্রী স্বামীর মোবাইলে কল করার পর জিরানিয়া হাসপাতালে কর্তব্যরত এক নার্স জানায় জেমস যান দুর্ঘটনার কবলে পড়েছে। সে জিরানিয়া হাসপাতালে রয়েছে। এই খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে ছুটে যায়। জিরানিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জেমস কলইকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জানা যায় আহত জেমস কলই-র একটি পা ভেঙ্গে গেছে। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।