স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ মার্চ : রবিবার দুপুরে বিশালগড় মহাকুমার রঘুনাথপুর এলাকায় মাটি কাটার সময় মাটি চাপা পড়ে গুরুতর আহত এক শ্রমিক। ঘটনা আহত এই শ্রমিকের নাম সুলেমান মিয়া। বয়স ৬০।
বাড়ি অরবিন্দ নগর এলাকায়। কর্তব্যরত অন্যান্য শ্রমিকরা আহত শ্রমিক সুলেমান মিয়াকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় আগরতলার জিবি হাসপাতালে।