Saturday, February 15, 2025
বাড়িরাজ্যশাসক বনাম সিপিআইএম রীতিমতো চ্যালেঞ্জ, সেজে উঠেছে স্বামী বিবেকানন্দ ময়দান

শাসক বনাম সিপিআইএম রীতিমতো চ্যালেঞ্জ, সেজে উঠেছে স্বামী বিবেকানন্দ ময়দান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : আগামী ২৪ ফেব্রুয়ারি রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে বামেদের প্রকাশ্য জনসমাবেশ। সমাবেশকে সামনে রেখে বামেরা ময়দানে ঝাঁপিয়ে রয়েছে। আর থেকে আগামী ২৩ -এর নির্বাচনের রণকৌশল তৈরি হবে বলে অভিমত রাজনৈতিক মহলের।

 কিন্তু ময়দান ছেড়ে দেয় নি রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ লড়াই বিজেপি বণাম প্রধান বিরোধীদল সিপিআইএম। ক্ষমতায় ফিরতে বামেদের ইঁদুর দৌড় ক্রমশ বেড়ে চলেছে। কিন্তু রাজ্যের উর্বর মাটিতে শাসক দল ময়দানে নিজেদের অগ্নিপরীক্ষা দিতে প্রস্তুত। সুতরাং শাসক দলের কাছে যেমন ২৩-এর নির্বাচন পাখির চোখ, অনুরূপভাবে বিরোধী দলের কাছেও পাখির চোখ ২৩ -এর নির্বাচন। সুতরাং শক্তির মহড়া দিতে দুই দলেই ইতিমধ্যে ময়দানে ঝাঁপিয়েছে।

আগামী ২৪ ফেব্রুয়ারি বামেদের প্রকাশ্যে সমাবেশকে কেন্দ্র করে ময়দানে বিভিন্ন ভাবে মানুষকে জানান দিচ্ছে নেতৃত্বরা। বুধবার স্বামী বিবেকানন্দ ময়দান পরিদর্শনে যান রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক দে। তিনি জানান রাজ্যে স্বৈরাচারী শাসন চলছে। এর থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাইছে। মানুষের ব্যক্তিগত স্বাধীনতা গত চার বছরে ভূলুণ্ঠিত। মানুষের সম্মান মর্যাদা বলতে কিছু নেই। জীবন জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ আন্দোলন করতে পারছে না। এই পরিস্থিতির মধ্যে মানুষের পীঠ দেওয়ালে ঠেকে গেছে। এর বিরুদ্ধে মানুষ আগামী দিনে রুখে দাঁড়াবে। মানুষ ময়দানে রয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি গণসমাবেশে নেতৃত্বেদের কথা যাতে রাজ্যবাসী শুনতে আসে তার জন্য আহ্বান জানান মানিক দে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য