স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : তপশিলি অংশের মানুষের পড়াশোনা চাকুরী ক্ষেত্রে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা বিচার করে পূর্বের ঘোষণা অনুযায়ী বুধবার সারা রাজ্যে মহকুমা শাসকের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১৫ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন তৃণমূল কংগ্রেস প্রদেশ ক্যাম্প থেকে একটি মিছিল সংঘটিত করা হয়। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের স্ট্যায়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক।
তিনি বলেন, তপশিলি অংশের মানুষের বিভিন্ন সুযোগ-সুবিধা জন্য ১৫ দফা দাবিতে তৃণমূল কংগ্রেসের এস সি সেলের পক্ষ থেকে সারা রাজ্যে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হচ্ছে। কারণ রাজ্য ২০ শতাংশ মানুষ তপশীলি অংশের মানুষ। তাদের দীর্ঘদিন ধরে বঞ্চনা ও জুলুমের শিকার হতে হচ্ছে। সরকার তাদের সমস্যাগুলি সমাধানের ভূমিকা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিন অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাসের হাতে দাবি সনদ তুলে দেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। প্রতিনিধি দল এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব প্রকাশ চন্দ্র দাস, অমৃতা মালাকার সহ অন্যান্যরা। এদিকে এদিন প্রদেশ তৃণমূল কংগ্রেস ক্যাম্পে ২৬ জন ভোটার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। তাদের হাতে তুলে পতাকা তুলে দু’দলের স্বাগত জানান সুবল ভৌমিক।