স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৬ মার্চ :পশ্চিম জেলার স্বাস্থ্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শনিবার আগরতলার রাজভবনে জাতীয় ভ্যাকসিন দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলন করে এইদিনের অনুষ্ঠানের সুচনা করেন রাজ্যপাল। অনুষ্ঠানে শিশুদের টিকা খাইয়ে দেন খোদ রাজ্যপাল।
এছাড়াও এইদিনের অনুষ্ঠানে মা ও শিশুদের টিকা প্রদান করেন স্বাস্থ্য কর্মীরা। অনুষ্ঠানে শিশুদের নিয়ে মায়েরা উপস্থিত হন। এছাড়াও অনুষ্ঠানে সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এক সাক্ষাৎকারে জানান মানুষের জীবনে স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতি বছর ১৬ মার্চ ভ্যাকসিন দিবস উদযাপন করা হয়, ভ্যাকসিন প্রদানের বিষয়ে সাধারন মানুষকে সচেতন করার জন্য। এই বছর প্রথম বারের মতো রাজ ভবনে জাতীয় ভ্যাকসিন দিবস উদযাপন করা হয়েছে বলে জানান রাজ্যপাল।