স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ফেব্রুয়ারি : রাজ্যের আইন মন্ত্রী রতন লাল নাথের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন জি বি হাসপাতালের এক রোগী। সেই রোগীর নাম সঞ্জয় দেব। বাড়ির সিধাই মোহনপুরে। জানা যায় সেই সঞ্জয় দেব এলাকায় বাম কর্মী বলে পরিচিত। রবিবার রাতে পুলিশ সঞ্জয়কে কোন কারণ ছাড়াই গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। থানার একটি অন্ধকার কক্ষে ঘন্টার পর ঘন্টা সঞ্জয়কে আটক করে রাখে পুলিশ।
এতে সঞ্জয় অসুস্থ হয়ে পড়ে। তারপর সঞ্জয়কে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বলে পুলিশের বিরুদ্ধে সঞ্জয়ের অভিযোগ। সঞ্জয় বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। সঞ্জয় সরাসরিভাবে অভিযুক্তদের এলাকার বিধায়ক তথা রাজ্যের আইনমন্ত্রীর রতনলাল নাথের বিরুদ্ধে। সঞ্জয় জানান মন্ত্রীর রতন লাল নাথ এলাকার মাফিয়া বিকাশ দাস, সঞ্জিত সাহা এবং তার সঙ্গ পাঙ্গদের দিয়ে তাকে একাধিকবার প্রাণে মারার চেষ্টা করেছে। শেষ পর্যন্ত পুলিশ দিয়ে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে। আগেও মিথ্যা মামলায় ফাঁসিয়ে হেস্তনেস্ত করা হয়েছে বলে তার অভিযোগ। আরো অভিযোগ গত ৪ বছর ধরে বাড়িতে থাকতে পারছে না সে।
শেষ পর্যন্ত আত্মীয় বাড়িতে থাকার পরও তাকে সেখান থেকে ধরে এনে আক্রান্ত করা হচ্ছে। এবং সে বলে তার যদি মৃত্যু হয় তার জন্য দায়ী থাকবে খোদ মন্ত্রী এবং সিধাই মোহনপুর থানার পুলিশ। এদিকে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় বিরোধীদলীয় নেতা মানিক সরকার জিবি হাসপাতালে গিয়ে সঞ্জয় শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এবং উদ্বেগ প্রকাশ করে বলেন একটা তীব্র ষড়যন্ত্র। পুলিশ আলো-বাতাসহীন একটি কক্ষে নিয়ে সঞ্জয়কে আটকে রাখার পেছনে মূলত কি উদ্দেশ্য তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আরো বলেন বাড়ির লোকেরা জানতোনা সঞ্জয়কে পুলিশ থানায় ধরে নিয়ে গেছে। পরবর্তী সময় সঞ্জয়ের স্ত্রীর তদারকিতে বিষয়টি বের হয়ে এসেছে। অসহায় সঞ্জয়ের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি। পরবর্তী সময়ে চিকিৎসকের সাথে কথা বলেন বিরোধী দলনেতা মানিক সরকার।