Sunday, February 16, 2025
বাড়িরাজ্যএসসিআরটি-র উদ্যোগে প্রশিক্ষণ শিবির

এসসিআরটি-র উদ্যোগে প্রশিক্ষণ শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ফেব্রুয়ারি : এনসিইআরটি-র সহযোগিতায় এসসিআরটি-র উদ্যোগে সোমবার থেকে রাজধানীর প্রজ্ঞা ভবনে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির। এই প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার এসসিআরটি-র প্রয়াস প্রকল্পে তৈরি করা ওয়ার্কবুকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, শিক্ষা দপ্তরের অধিকর্তা চান্দনি চন্দন সহ অন্যান্যরা। এইদিন এসসিআরটি-র প্রয়াস প্রকল্পে তৈরি করা ওয়ার্কবুকের আবরণ উন্মোচন করে এই ওয়ার্কবুকের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী সহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরা।

এইদিনের অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী এক সাক্ষাৎকারে জানান ছাত্র-ছাত্রীদের গুনগত শিক্ষাদান করার জন্য শিক্ষকদেরও গুনগত হতে হয়। তাই শিক্ষকরা যেন আধুনিক প্রযুক্তির সাথে আপডেট থাকে তার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতিপূর্বে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ত্রিপুরা মডেলকে অনুসরণ করে সমগ্র দেশের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বর্তমানে উপরের ক্লাসের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করা হয়েছে। প্রসিক্ষকদের ৩১ জনের একটি দল এসেছে এনসিইআরটি থেকে। তারা যে সকল শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করবে, সেই সকল শিক্ষকরা আগামীদিনে বাকি শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করবে। শিক্ষামন্ত্রী আরও জানান প্রয়াস প্রকল্পে বই ছাপাতে গিয়ে কিছু টাকা উদ্বৃত্ত রয়েছে। সেই টাকা দিয়ে এসসিইআরটি ওয়ার্কবুক তৈরি করেছে। এইদিন সেই ওয়ার্কবুকের উদ্বোধন করা হয়েছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে এই ওয়ার্কবুক প্রদান করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য