Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যসুষ্ঠ এবং স্বচ্ছতার নাম করে প্রতারণা করেছে : সুদীপ

সুষ্ঠ এবং স্বচ্ছতার নাম করে প্রতারণা করেছে : সুদীপ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ফেব্রুয়ারি : প্রতিবাদ করতে সমবেত হয়েছে টি এস আর চাকরি থেকে বঞ্চিত বেকার যুবক-যুবতীরা। ইদানিংকালে সেই সাহস রাজ্যের মানুষ হারিয়ে ফেলেছে। কারণ প্রতিবাদ করার সাহস টুকু অর্জন করতে পারছে না মানুষ। সুস্থ, স্বচ্ছতার নামে যেভাবে তাদের সাথে প্রতারণা করেছে তার তীব্র নিন্দা জানানো হচ্ছে। সেই সাথে তাদের এ ধরনের প্রতিবাদের সম্মুখীন হওয়াটা সেলুট জানানো হচ্ছে। মঙ্গলবার রাধানগর স্থিত একটি বেসরকারী হোটেলে টি এস আর-এর চাকুরি থেকে বঞ্চিত বেকার যুবক যুবতীদের সভায় অংশগ্রহণ করে একথা বলেন সদ্য বিধায়ক পদ থেকে সরে আসা সুদীপ রায় বর্মন।

তিনি বলেন, সরকার তাদের সাথে সুষ্ঠ এবং স্বচ্ছতার নাম করে প্রতারণা করেছে। আর এখন যখন তারা জমায়েত করে প্রতিবাদে সামিল হয় তখন তাদের পুলিশ লেলিয়ে দিয়ে তুলে দেওয়া হচ্ছে। তাই তাদের উদ্দেশ্যে ধৈর্য ধরার জন্য আশ্বস্ত করেন সুদীপ রায় বর্মন। সবকিছুর অবসান হবে, সমাধান হবে। বেকার যুবক যুবতীদের নিয়ে কোনোরকম রাজনীতি হবে না। রাজনীতি ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে যুবকদের। বেকার সমাজ, ছাত্রসমাজ বর্তমান সরকার দ্বারা প্রতারিত। সুষ্ঠু নিয়ম-নীতি নামে চলছে দেদার কামাই। চাকুরী পরীক্ষায় ফেল করলে কোন অসুবিধা নেই। এবং মুখ চিনে চিনে চাকুরী দিচ্ছে। দুর্নীতির জন্য আদালতে পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না বঞ্চিত যুবক-যুবতীদের। গণতন্ত্র এভাবে শেষ করে দিচ্ছে সরকার। কিন্তু বাহুবল দিয়ে বেশিদিন দাবিয়ে রাখার চেষ্টা করলে লাভ হবে না। অহংকারী সরকারের অবসান হবে বলে হুঁশিয়ারি দিলেন সুদীপ রায় বর্মন। পরে এইদিন বঞ্চিত যুবক-যুবতীরা একটি মিছিল সংঘটিত করে। রাস্তার পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায়। টি এস আর-এর চাকুরির দুর্নীতির অভিযোগ তুলে বলেন, শারীরিক, মৌখিক এবং লিখিত পরীক্ষায় পাশ করে চাকরি পায়নি তারা। কিন্তু যারা শারীরিক লিখিত এবং মৌখিক পরীক্ষায় ফেল করেছে তার মধ্যে অনেকে চাকরি তালিকায় স্থান পেয়েছে। তাই এখন যখন আর টি আই দেওয়া হয়েছে, তখন পুলিশের সদর কার্যালয় থেকে তাদের রিপোর্ট নেই বলে দেওয়া হয়েছে। তাই সরকারের কাছে দাবি জানানো হচ্ছে সরকার যাতে প্রতিশ্রুতি অনুযায়ী টি এস আর  দুই ব্যাটেলিয়ানে শূন্যপদ পূরণ করে। দুই ব্যাটেলিয়ানে নিয়োগের নাম করে ১৪৪৩ জনের নিয়োগ মেনে নেবে না। এ দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে শীর্ষ আদালত পর্যন্ত যাবে বলে হুঁশিয়ারি দেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য