Friday, February 7, 2025
বাড়িরাজ্যঅর্থ ও পরিসংখ্যান দপ্তরের শূন্যপদ পূরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে : বিকাশ

অর্থ ও পরিসংখ্যান দপ্তরের শূন্যপদ পূরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে : বিকাশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মার্চ : বৃহস্পতিবার আগরতলা শংকর চৌমুহনি স্থিত অর্থ ও পরিসংখ্যান দপ্তরের বহুতল অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অভিষেক চন্দ, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ১৮ নং ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্ত সহ অন্যান্যরা।

 অনুষ্ঠানের উদ্বোধন করে মন্ত্রী বিকাশ দেববর্মা বক্তব্য রেখে বলেন, অর্থ ও পরিসংখ্যান দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দপ্তর। এই গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ সঠিকভাবে পরিচালনার জন্য বহুতল অফিস ভবন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই আধুনিক বহু ভবন নির্মাণ করতে আগরতলা পুর নিগমের সহযোগিতা প্রয়োজন হবে।

 তাই এই বিষয়ে কথা হয়েছে মেয়রের সাথে। আগামী দিনে রাজ্যের সবকটি জেলাতে দপ্তরের অফিস খোলা হবে। তিনি আরো জানান, সংশ্লিষ্ট দপ্তরে যে শূন্য পদগুলি তৈরি হয়ে আছে সেগুলি পূরণ করার জন্য আধিকারিককে নির্দেশ দিয়েছেন। শূন্যপদগুলি পূরণ হলে মানুষের জন্য সঠিকভাবে কাজ করা যাবে বলে জানান জানান তিনি। এদিকে আয়োজিত অনুষ্ঠানে মেয়র বক্তব্য রেখে বলেন, যেহেতু দপ্তরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সরকার চাইছে সব ধরনের পরিকাঠামো দপ্তরে গড়ে তোলার জন্য। এই দপ্তর কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সঙ্গে সমন্বয় রক্ষা করে কাজ করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য