স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মার্চ : আগামী ২৪ শে মার্চ ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন। এবার নির্বাচনে রিটার্নিং অফিসার আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। তিনি জানান, বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। স্কুটিনি হবে ১৬ মার্চ বিকাল তিনটা সময়। আগামী ২০ মার্চ দুপুর বারোটা থেকে বিকাল চারটার মধ্যে মনোনয়ন পত্র চাইলে প্রার্থী তুলে নিতে পারবে।
ভোট হবে চারটি সেন্টারে। ভোটারের সংখ্যা ৫০০। ভোটের গণনা হবে ২৪ মার্চই দুপুর দুইটা থেকে। তবে এবার আইনজীবী উন্নয়ন মঞ্চের সাথে জোরদার লড়াই হতে চলেছে সংবিধান বাঁচাও মঞ্চের। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার ১৫ টি পদের জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন মনোনীত প্রার্থীরা। তারা জয় সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত। সংবিধান বাঁচাও মঞ্চের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে আইনজীবী মৃণাল কান্তি বিশ্বাস জানিয়েছেন বিভিন্নভাবে প্রলোভনে প্রলোভিত করে নির্বাচিত চার জন প্রতিদ্বন্দ্বীকে নিয়ে লড়াই করছে। এতে বোঝা যায় কতটা দুর্বল প্রতিদ্বন্দ্বী পক্ষ। তাই জয় নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত বলে আশা ব্যক্ত করেন এদিন। এদিন সম্পাদক পদের জন্য সংবিধান বিচার মঞ্চ থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন কৌশিক ইন্দু সহ অন্যান্যরা। জয় নিয়ে কৌশিক ইন্দু আশাবাদী।