স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৪ মার্চ : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ওনার সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ ব্যয় করে সংসদ এলাকার ৭০ টি বিদ্যালয় ও ৫ টি মহাবিদ্যালয়কে পুস্তক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন।
বৃহস্পতিবার রাজধানীর প্রগতি স্কুলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংশ্লিষ্ট বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে পুস্তক তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কর্পোরেটর অভিষেক দত্ত সহ অন্যান্যরা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এইদিন নিজ হাতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের হাতে পুস্তক তুলে দেন। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন বইয়ের বিকল্প কোন কিছু নেই। ভারতীয় কৃষ্টি সংস্কৃতিকে জানতে গেলে বই বেশি করে পড়তে হবে। তাই এইদিন প্রায় ২০ লক্ষ ৭৫ হাজার টাকার বই বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়কে প্রদান করা হয়েছে।