স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ফেব্রুয়ারি : নেশা কারবারিদের ভোট বিজেপির দরকার নেই। আক্রমণের কেন্দ্রবিন্দুতে প্রাক্তন সরকার। ভোটের বিনিময় রাজ্যের পরবর্তী প্রজন্মের সঙ্গে কোন সমঝোতা করা হবে না বলে আজ আবার স্পষ্ট ভাষায় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। নেশা ইস্যুতে তিনি আগে সরকারকে তুলোধোনা করলেও এ ব্যাপারে মুখ খোলেননি মানিক সরকার। সোমবারই মানিক সরকারের বিরুদ্ধে সরাসরি সুর চড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
এই ধারা অব্যাহত রাখলেন মঙ্গলবারও। বলেন নেশা ও নেশা কারবারিদের বিরুদ্ধে ঘোষিত যুদ্ধ চলতেই থাকবে। প্রজন্মের পর প্রজন্ম নষ্ট করার জন্য নেশা সামগ্রী বিলিয়ে দিয়ে যারা ইমারত তৈরি করেছে তাদের একটি একটি করে ইট খুলে নেয়া হবে বলে জানান তিনি। আবারও বলেন আগের সরকারের পৃষ্ঠপোষকতাতেই রাজ্যে নেশার রমরমা বৃদ্ধি পেয়েছে। এর বিরুদ্ধে নিজের অবস্থান আরো কঠোর করে বিপ্লব কুমার দেব বলেন এইসব অবৈধ ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের ভোটের প্রয়োজন নেই। শুধুমাত্র ভোটের বিনিময় কোন প্রজন্মকে নষ্ট হতে তিনি দেবেন না। যদিও মানিক সরকার এই বিষয়ে এখনও নীরবতা বজায় রেখেছেন। তাঁর আমলেই রাজ্যে নেশা সাম্রাজ্য ফুলে-ফেঁপে উঠেছে বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন, সে বিষয়ে বিরোধী দলনেতার প্রতিক্রিয়া জানান নি। সাংবাদিকদের পক্ষ থেকে নির্দিষ্টভাবে প্রশ্ন করা হলে তিনি কার্যত বিষয়টি এড়িয়ে যান। তবে তিনি বলেছেন এ ধরনের কথায় জবাব দিতে তিনি অভ্যস্ত নয় বলে জানান। এধরনের কথা বলা অনেকটাই রুচির দিকে নিম্নমানের হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন মানিক সরকার।