স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ফেব্রুয়ারি : ২০২৩’র বিধানসভা নির্বাচনের মহড়ায় ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে শাসক দল বিজেপি এবং প্রধান প্রতিদ্বন্দ্বী সিপিআইএম। কিন্তু রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস চলেছে বলে অভিযোগ প্রধান বিরোধীদল সিপিআইএমের। তাই শক্তি পরীক্ষা দিতে আবারো ময়দানে নামল বামেরা। গান্ধীগ্রাম, তারানগর, তারাপুর, রাজধানীর এম বি টিলা সহ বিভিন্ন স্থানে সিপিআইএম নেতা কর্মীদের উপর আক্রমণ ও বাড়িঘর হামলা, ভাঙচুর সহ লুটতরাজ চলছে বলে সরাসরি অভিযোগ করে ভারতীয় জনতা পার্টি কর্মীদের বিরুদ্ধে আঙ্গুল তুলছে প্রধান বিরোধীদল সিপিআইএম।
মঙ্গলবার সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। মিছিলটি সিপিএম পশ্চিম জেলা কমিটি অফিস থেকে শুরু হয়। মিছিলটি শহরের প্যারাডাইস চৌমুহনী, পোস্ট অফিস চৌমুহনী, কামান চৌমুহনী, অরিয়েন্ট চৌমুহনি সহ শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে উপস্থিত সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস জানান রাজ্যের বর্তমান ফ্যাসিস্ট সুলভ সরকার এবং ভারতীয় জনতা পার্টির সরকারের মদতে গান্ধীগ্রামে পরিকল্পিত আক্রমণ করেছে দুর্বৃত্তরা। অনুরূপভাবে রাজধানীর এম বি টিলা এলাকায় ৬ জনের উপর আক্রমণ করেছে দুর্বৃত্তরা। শুধু এই দুই স্থানে নয়, গোটা রাজ্যে সিপিআইএম কর্মী সমর্থকদের উপর শাসকদলের দুর্বৃত্তরা আক্রমণ নামিয়ে এনেছে। ফ্ল্যাগ, ফেস্টুন পুড়িয়ে দিচ্ছে। তাই আজকের মিছিল থেকে স্লোগান তোলা হচ্ছে পুলিশ যাতে সেসব দুর্বৃত্তদের গ্রেপ্তার করে। এবং তাদের বিরুদ্ধে জাতীয় আইনত কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করে তার দাবি জানান। তিনি আরো বলেন ভারতীয় জনতা পার্টির মতো ফ্যাসিস্ট সুলভ সরকারকে রাজ্য থেকে উৎখাত করে শান্তি ফিরিয়ে এনে ইতিহাস তৈরি করতে হবে। আর সেই দিশা নিয়ে বামেরা রাস্তায় নেমেছে বলে জানান তিনি। এদিন মিছিলের সিপিআইএম কয়েক শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিল।