Friday, October 18, 2024
বাড়িরাজ্যতিন মাসের জন্য সীমান্তে জারি হল ১৪৪ ধারা

তিন মাসের জন্য সীমান্তে জারি হল ১৪৪ ধারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মার্চ : লোকসভা নির্বাচনের আগে আগরতলা শহরের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। গত কয়েকদিনে একাধিক উৎসাহসিক ডাকাতি ও চোরের আক্রমণের ঘটনা সংগঠিত হয়েছে আগরতলা শহর ও শহরতলী এলাকায়। তদন্তে নেমে পুলিশ অন্ধকারে হাত নাড়ছে।

 এবং কোন ঘটনার কিনারা না করতে পেরে সীমান্ত নিয়ে প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়ছে। তাই এবার সীমান্ত নিয়ে নড়েচড়ে বসল প্রশাসন। ভারত-বাংলাদেশ সীমান্তের একাংশে জারী করা হল ১৪৪ ধারা বলে প্রশাসনিক সূত্রে খবর। সিপাহীজলা জেলার জেলাশাসক গত ১১ মার্চ সিপাহীজলা জেলার সোনামুড়া এবং বিশালগড় মহকুমার সীমান্ত এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন। আগামী তিন মাস পর্যন্ত রাত ৮ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত সীমান্তের ২০০ মিটারের মধ্যে চলাচলে কিছু নিষেধাজ্ঞা জারি হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে বিএসএফ, পুলিশ, জেলা এবং মহকুমা প্রশাসনের আধিকারিক ‌সহ জরুরি পরিষেবার সাথে যুক্তরা এই বিধিনিষেধের বাইরে থাকবেন। বুধবার অর্থাৎ ১৩ মার্চ থেকে তিন মাস এ নির্দেশিকা বলবৎ থাকবে। এমনটাই খবর প্রশাসনিক সূত্রে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য