স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ মার্চ : আগামী ২৪ শে মার্চ ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন। এ বিষয়ে বিস্তারিত জানান রিটার্নিং অফিসার আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। তিনি জানান, ১৪ মার্চ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। এখন পর্যন্ত সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক আসনে একজন, সহ-সম্পাদকের দুটি আসনের জন্য দুজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
অপরদিকে সদস্য পদ রয়েছেন দশটি। এখন পর্যন্ত ১১ জনের কাছ থেকে মনোনয়ন পত্র পাওয়া গেছে। এর স্কুটিনি হবে ১৬ মার্চ বিকাল তিনটা সময়। আগামী ২০ মার্চ দুপুর বারোটা থেকে বিকাল চারটার মধ্যে মনোনয়ন পত্র প্রার্থী তুলে নিতে পারবে। ভোট হবে চারটি সেন্টারে। ভোটের সংখ্যা ৫০০। ভোটের গণনা হবে ২৪ মার্চই দুপুর দুইটা থেকে। এদিকে আইনজীবী বিশ্বজিৎ দেব জানান, অন্যান্য বছরের মত এ বছরও আইনজীবী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই প্যানেলের মধ্যে রয়েছেন সভাপতি ডঃ পঙ্কজ বণিক, সহ-সভাপতি রয়েছেন সুব্রত দেবনাথ, সম্পাদক হিসেবে রয়েছেন রজত রায় সহ অন্যান্যরা। আইনজীবী উন্নয়ন মঞ্চ আশাবাদী যে ১৫ টি আসন রয়েছে সবগুলি আসনেই জয়ী হবেন। কারণ আইনজীবী উন্নয়ন মঞ্চ রাজ্যের সমস্ত আইনজীবীদের সাথে কাজ করতে বদ্ধপরিকর বলে জানান তিনি।