স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মার্চ : বিধায়ক বীরজিৎ সিংহের আহ্বানে কমিউনিটি ডেভেলপমেন্ট কাউন্সিলের দাবিতে আগরতলা যক্ষা নিবারনী হলে এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত বিধায়ক বীরজিৎ সিনহা বক্তব্য রেখে বলেন, ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়ে রাজ্য। রাজ্যের প্রকৃত উন্নয়ন হচ্ছে না। প্রতিবছর কেন্দ্র থেকে যে অর্থ রাজ্যের উন্নয়নের জন্য দেওয়া হচ্ছে সেগুলি ব্যয় করতে পারছে না রাজ্য সরকার।
এভাবে চলতে থাকলে আগামী দিন প্ল্যানিং কমিশন টাকা দেবে না। বীরজিৎ সিনহা আরো বলেন সরকার চাইলে হাজার কোটি টাকা এভাবে ফিরিয়ে না দিয়ে জননের উন্নয়নের স্বার্থে ব্যয় করতে পারে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনগণের স্বার্থে রাজ্যের আটটি জেলাতে কমিউনিটি ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করার জন্য আন্দোলন সংগঠিত করা হবে। মুখ্যমন্ত্রী কাছে স্মারকলিপি প্রদান করে দাবী জানানো হবে ডেভেলপমেন্ট কাউন্সিল গঠন করে রাজ্যের প্রকৃত উন্নয়ন করার জন্য।