Tuesday, March 25, 2025
বাড়িরাজ্যস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন প্রতিমা ভৌমিক

স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন প্রতিমা ভৌমিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মার্চ :  রাজধানীর প্রগতি স্কুল সংলগ্ন কৃষ্ণনগর ক্লাবে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। করোনা কালীন সময়ে যা বন্ধ হয়ে যায়। ক্লাবের নতুন কমিটি গঠিত হওয়ার পর পুনরায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয় রবিবার।

অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিষেক দত্ত, ভাস্বতী দেববর্মা, ডক্টর প্রদীপ ভৌমিক সহ এলাকার জনগণ। এখন থেকে প্রতি রবিবার রোগীরা কৃষ্ণনগর ক্লাবে চিকিৎসা পরিষেবা নিতে পারবে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা। পাশাপাশি বিনামূল্যে ঔষধও প্রদান করা হবে তাদের। বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে প্রদীপ ভৌমিক নিজেও উপস্থিত থাকবেন রোগী দেখার কাজে। আজকের এই স্বাস্থ্য শিবিরের পুনরায় নতুন করে উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কর্পোরেটর অভিষেক দত্তের অনুরোধে প্রগতি স্কুলে একটি জিম সেন্টার গড়ে দেওয়ার ঘোষণা দিলেন। এ বিষয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরো বলেন স্বাস্থ্য হলো সম্পদ। দেশে এক লক্ষ ৬৮ হাজার হেলথ এন্ড ওয়েলনেস সেন্টার রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর নাম দিয়েছেন আরোগ্য মন্দির। যাতে এই মন্দিরে এসে সকলে সুস্থ হতে পারে। তিনি আরো বলেন করোনা কাটিয়ে ওঠার পর স্বাস্থ্যের প্রতি সকলে সচেতনতা বেড়েছে। বিগত দিনের মতো এখন আর কারোর স্বাস্থ্যের প্রতি উদাসীনতা নেই বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য