Wednesday, January 15, 2025
বাড়িরাজ্যরাজ্যের মানুষ ৬ বছরের অভিজ্ঞতার নিরিখে ভোট দেবে : আশীষ

রাজ্যের মানুষ ৬ বছরের অভিজ্ঞতার নিরিখে ভোট দেবে : আশীষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ মার্চ :  আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম আসন থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বিজেপির প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের প্রতিদ্বন্দ্বী হয়ে লড়াই করবেন। রবিবার আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছানোর পর আশীষ কুমার সাহাকে পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের শতাধিক কর্মী সমর্থক।

তারপর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভা নির্বাচনে পশ্চিম আসনের মনোনীত কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, গত ছয় বছরের রাজ্যের মানুষের সম্মানহানি হয়েছে, গণতন্ত্র হরণ করে ক্ষমতাসীন হয়েছে বিজেপি। তাদের বিরুদ্ধে আসন্ন লোকসভা নির্বাচন। মানুষের ভোটের মাধ্যমে বর্তমান সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপের প্রতিফলন ঘটাবে। কারণ দেশের সংবিধান অমান্য ও বিভ্রান্ত করার চেষ্টা করেছে এ সরকার। মানুষের জীবন সুরক্ষিত রাখতে এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুতরাং মানুষ অভিজ্ঞতা নিরিখে ভোট দান করবে বলে অভিমত ব্যক্ত করেন কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা। পরে বিমানবন্দর থেকে একটি বাইক মিছিল করে রওনা হয় কংগ্রেস নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য