স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মার্চ : আগামী ১৪ মার্চ নিত্য প্রয়োজনে সামগ্রীর মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের অভাব সহ নির্দিষ্ট কয়েকটি দাবিতে আঘাত করা শহরে জমায়েত করবে ডি.ওয়াই.এফ.আই এবং টি.ওয়াই.এফ। সরকারের উদ্দেশ্যে দাবী জানানো হবে বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং সাধারণ মানুষের সাথে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করা।
নির্দিষ্ট এই দাবিগুলি নিয়ে ইতিমধ্যে প্রচারে নেমেছে বাম যুব সংগঠন। বৃহস্পতিবার সকালে ডি.ওয়াই.এফ.আই এবং টি.ওয়াই.এফ যৌথভাবে রাজধানীর বটতলা বাজারে লিফলেট বিতরণ করেন। এবং ব্যবসায়ীদের বোঝানোর চেষ্টা করে যদি ইতিমধ্যে আন্দোলনে এগিয়ে এসে সরকারের উপর চাপ সৃষ্টি না করা যায় তাহলে এর পরিণাম আগামী দিনে ভয়াবহ হবে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন এক যুবনেতা।