Sunday, September 8, 2024
বাড়িরাজ্যনারী দিবস উপলক্ষে কর্মশালা

নারী দিবস উপলক্ষে কর্মশালা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মার্চ : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলা মুক্তধারা অডিটরিয়ামে রাজ্য শিশুর সুরক্ষা ও অধিকার কমিশনের উদ্যোগে সমাজ শক্তি সোসাইটির সহযোগিতায় নারী দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা।

 এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্না দেববর্মা, সমাজ শিক্ষা দপ্তরের সহ অধিকর্তা চন্দ্রানী বিশ্বাস ঘোষ সহ রাজ্যের আটটি জেলা থেকে আগত অঙ্গনওয়াড়ি কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করা হয়। এদিনের এই নারী দিবস অনুষ্ঠানে প্রতিটি জেলা থেকে দশজন করে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এ দিনের এই অনুষ্ঠানে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপার্সন সহ মহিলা কমিশনের চেয়ারপার্সন এবং সমাজ শিক্ষা দপ্তরের উপ অধিকর্তা বক্তব্য রাখতে গিয়ে বলেন, গোটা দেশে এবং রাজ্যে পুরুষদের পাশাপাশি নারীরাও সমানতালে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে মহিলাদের আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলেছে সরকার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য