Sunday, March 23, 2025
বাড়িরাজ্যতিন দপ্তরের ঘাটতি পূরণের জন্য পর্যালোচনা মূলক বৈঠক করলেন মন্ত্রী

তিন দপ্তরের ঘাটতি পূরণের জন্য পর্যালোচনা মূলক বৈঠক করলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মার্চ : বৃহস্পতিবার সকালে পশ্চিম জেলার জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে তপশিলি জাতি কল্যাণ দপ্তর, মৎস্য দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের এক পর্যালোচনা মূলক বৈঠক অনুষ্ঠিত হয়। তিন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত বৈঠকে উপস্থিত মন্ত্রী সুধাংশু দাস সংবাদ মাধ্যমের কর্মীদের জানান, বৃহস্পতিবার জেলার দ্বিতীয় পর্যায়ের পর্যালোচনা মূলক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে বিগত তিন মাসের কাজকর্মের বিষয়ে। অর্থাৎ প্রথম পর্যালোচনা মূলক বৈঠকের পর দপ্তরের কর্মীরা জনগণের সমস্যা সমাধানে কতটা লক্ষ্যমাত্রায় গিয়ে পৌঁছাতে পেরেছে এবং যে ঘাটতি ছিল সেগুলি পূরণ হয়েছে কিনা। পাশাপাশি মাছ, মাংস ও ডিমের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি কতটা পূরণ হয়েছে, সে বিষয়ে খোঁজখবর নেন। অপরদিকে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে যে পরিকল্পনা ছাত্রছাত্রী ও যুবকদের জন্য গ্রহণ করা হয়েছিল সেগুলির সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেন। এ দিনের বৈঠক থেকে আগামী তিন মাসে জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়। পশ্চিম জেলার মানুষের সর্বাধিক সুবিধা নিয়ে আলোচনা করা হয় বলে জানান মন্ত্রী। বৈঠকে পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার সহ তিনটি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য