স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ ফেব্রুয়ারি : ২০২১ সালে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিযুক্তির জন্য জে আর বি টি কর্তৃক পরীক্ষা সংঘটিত হয়। দীর্ঘ ছয় মাস অতিক্রান্ত হয়ে গেলেও পরীক্ষার ফলাফল ঘোষণা করা হচ্ছে না। বহুবার জে আর বি টি -র দ্বারস্থ হলেও পজেটিভ কোন আশ্বস্ত হওয়া যায়নি।
দপ্তরের চেয়ারম্যান বলেন করোনা পরিস্থিতির জন্য পরীক্ষার ফলাফল ঘোষণা করতে বিলম্ব হচ্ছে। কিন্তু জে আর বি টি -র এ ধরনের গাফিলতিতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হতে কতদিন সময় লাগবে তা নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিক সম্মেলন করে আর্ন এমপ্লয়ী ইয়ুথ ফোরামের সপ্তর্ষি নাথ। এদিন আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে বলেন দ্রুত পরীক্ষার ফলাফল ঘোষণা করার দাবি জানান আর্ন এমপ্লয়ী ইয়ুথ ফোরামের যুবক-যুবতীরা। তারা জানান, ফল প্রকাশে বিলম্ব হওয়ায় তারা চাকরির পরীক্ষার পরবর্তী প্রস্তুতি নিতে পারছে না। তাই অবিলম্বে যাতে ফলাফল ঘোষণা করা হয়।