Sunday, September 8, 2024
বাড়িরাজ্যপানীয় জলের দাবিতে সড়ক অবরোধ

পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ মার্চ : পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ প্রমিলা বাহিনীর। ঘটনা ৫৪ কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কদমতলা বাজার এলাকায়। জানা যায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৬ নং ওয়ার্ডস্থিত বেলতলা রোড এলাকার বাসিন্দারা। প্রায় ১৫০ থেকে ২০০ পরিবারের বসবাস এই বেলতলা রোড এলাকায়।

পানীয় জলের দাবিতে বেশ  কয়েকবার  আন্দোলন করার পরও এলাকাবাসিদের জলের সমস্যার সমাধান হয়নি। ফলে এক প্রকার বাধ্য হয়ে মঙ্গলবার সকালে সড়ক অবরোধে সামিল হয় এলাকার বাসিন্দারা। কদমতলা থেকে কালাগাঙ্গের পার যাওয়ার রাস্তা অবরোধে সামিল হয় এলাকাবাসিরা। কিন্তু শাসক দলীয় স্থানীয় নেতা অরিজিত নাথের দাদাগিরির কারনে সড়ক অবরোধকারীরা উত্তেজিত হয়ে যায়। পড়ে তারা কদমতলা থেকে  চুরাইবাড়ি যাওয়ার বিকল্প জাতীয় সড়ক অবরোধে সামিল হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ। পরবর্তী সময় অবরোধস্থলে ছুটে যান ডি.ডব্লিউ.এস দপ্তরের এসডিও সোহেল আহমেদ চৌধুরী। তিনি সড়ক অবরোধকারিদের আশ্বাস দেন দুই দিনের মধ্যে সমস্যার সমাধান করা হবে। তিনি জানান এলাকায় জল সরবরাহের জন্য যে পাইপ লাইন রয়েছে, সেই পাইপ লাইন জ্যাম হয়ে গেছে। বুধবার পাইপ লাইন ওয়াশ করা হবে। এই আশ্বাস পেয়ে সড়ক অবরোধকারিরা সড়ক অবরোধ মুক্ত করে দেয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য