স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ মার্চ: কিলিয়ান এমবাপ্পের সঙ্গে পিএসজির চুক্তি শেষ হতে এখনো চার মাস বাকি। তবে দুই পক্ষের বিচ্ছেদের বিষয়টি এর মধ্যেই অনেকটা চূড়ান্ত। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এটা অনেকটা নিশ্চিত যে আগামী ৩০ জুনের পর থেকে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে পরিচিতি পেতে যাচ্ছেন। এমবাপ্পের সঙ্গে রিয়ালের চুক্তির বিস্তারিত তথ্যও সামনে এনেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।এমবাপ্পের রিয়ালে যাওয়ার মুহূর্ত যতই ঘনিয়ে আসছে, ততই তিক্ত হচ্ছে পিএসজির সঙ্গে তাঁর সম্পর্ক। পিএসজির হয়ে টানা তিন লিগ ম্যাচে ৯০ মিনিট খেলার সুযোগ পাননি এমবাপ্পে। এখন চ্যাম্পিয়নস লিগেও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে তাঁর পুরো ম্যাচে খেলার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়শা।
সোসিয়েদাদের বিপক্ষে তাদের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে পিএসজি এরই মধ্যে সান সেবাস্তিয়ানে পৌঁছে গেছে। এর আগে প্যারিসে ঘরের মাঠে ২–০ গোলে জিতে শেষ আটে যাওয়ার দৌড়ে এগিয়ে গেছে পিএসজি। সেদিন ম্যাচের প্রথম গোলটি করেছিলেন এমবাপ্পেই। আজ রাতে দ্বিতীয় লেগে এ ফরাসি তারকা পুরো সময় মাঠে থাকবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অনিশ্চয়তার শুরুটা মূলত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লুইস এনরিকের কথাকে ঘিরেই।লিগে এমবাপ্পেকে যেভাবে ব্যবহার করছেন, চ্যাম্পিয়নস লিগেও সেভাবে ব্যবহার করবেন কি না—জানতে চাইলে এনরিকে সরাসরি কিছু না বলে রেখে দিয়েছেন ধোঁয়াশা, ‘চ্যাম্পিয়নস লিগেও এমবাপ্পেকে একইভাবে খেলাব কি না? হয়তো, হয়তো নয়। কে জানে আর কে বলতে পারে!’
এমবাপ্পে এ ম্যাচকে কীভাবে দেখছেন জানতে চাইলে এনরিকে অবশ্য কথা আর লম্বা করেননি। তাঁর উত্তর, ‘এই ম্যাচটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ফলে এ বিষয়ে (এমবাপ্পেকে নিয়ে) আর কোনো মন্তব্য করব না।’এরপর এ ম্যাচের গুরুত্ব নিয়ে এনরিকে বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগের সব দ্বিতীয় লেগের ম্যাচই কঠিন। এমনকি আমাদের চেয়ে যাদের প্রথম লেগের ফল ভালো, তাদের জন্যও। এগুলো কঠিন ম্যাচ। এমন ফল ভুল দিকেও চালিত করে। আমার মনে হয়, ফলের দিক থেকে আমরা দারুণ অবস্থানে আছি এবং সব খেলোয়াড়ও সঙ্গে আছে।’একটি গোল পুরো হিসাব–নিকাশ বদলে দিতে পারে বলেও মনে করেন এনরিকে, ‘একটি গোল ম্যাচ বদলে দিতে পারে। পরিবেশ বদলে দিতে পারে। এটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। আমাদের রক্ষণ ও আক্রমণে খুব ভালো হতে হবে।’