স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ফেব্রুয়ারি : রবিবার হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার ইন্দ্রনগরস্থিত অফিসে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
উপস্থিত ছিলেন কাউন্সিলার জয়া ধানুক, জিবি হাসপাতালের এম.এস সহ অন্যান্যরা। এইদিন শিবিরের উদ্বোধনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন রক্তদান শিবির যেন ধারাবাহিক ভাবে করা যায় , তার জন্য রক্তদানকে সামজিক দায়িত্ব হিসাবে সকলকে নিতে হবে। তিনি আরও বলেন রাজ্যের ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সঙ্কট রয়েছে। তাই রক্তের যোগান ও চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষার জন্য রক্তদান শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তের কোন জাতপাত সম্প্রদায় হয় না। তাই এটি মহানদান। এতে কোন স্বার্থ থাকে না। রাজ্যে প্রয়োজনীয় রক্তের অধিকাংশ আসে স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে। তবে রক্তের অভাবে রাজ্যে কোন রোগীর মৃত্যু হয়েছে এমন ঘটনা বর্তমানে ঘটে না। তাই রক্তে দানের ধারাবাহিকতা যাতে বজায় থাকে তার জন্য আহব্বান জানান মেয়র দীপক মজুমদার। আর এটা সামাজিক দায়িত্ব বলে মনে করতে হবে প্রত্যেকটি মানুষের। তাহলে রক্ত সংকট নিদর্শন হবে বলে মনে করেন তিনি।