Monday, February 17, 2025
বাড়িরাজ্য২৩ -এ অগ্নিপরীক্ষা শাসক দলের, বৈঠক মুখ্যমন্ত্রী বাড়িতে

২৩ -এ অগ্নিপরীক্ষা শাসক দলের, বৈঠক মুখ্যমন্ত্রী বাড়িতে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ফেব্রুয়ারি : রাজ্য বিধানসভা নির্বাচনের আর মাত্র এক বছর বাকী। রাজ্যের সবক’টি দল ইতিমধ্যেই নিজের ঘর গোছাতে শুরু করেছে। শুধু মাঠে নামার প্রস্তুতি। কিন্তু শাসক দলের অন্দরে একপ্রকার অস্বস্তি হাওয়া বইছে। আগামী ১৭ মার্চ রাজ্য বিধানসভা বাজেট অধিবেশন। এই বাজেট অধিবেশন জোট সরকারের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ সরকারের প্রতিশ্রুতি যেগুলি পালন হয়নি সেই গুলি পালন করে জনগণের কাছে যেতে হবে ২৩ -এর ভোটের জন্য। 

কারণ বর্তমান সরকারের মেয়াদ কালে আসন্ন বাজেট অধিবেশন শেষ বাজেট অধিবেশন। এরমধ্যে দুই বিধায়ক দল থেকে দল থেকে বের হয়ে যাওয়ার পর দলের অন্দরে বহু মন্ত্রী, বিধায়ক দল ছাড়ার গুঞ্জন রাজনৈতিক মহলে। তাই দলের বর্তমান অবস্থান জানতে নিজ বাসভবনে জেলাভিত্তিক পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী। রবিবার মুখ্যমন্ত্রীর নিজ বাসভবনে রাজ্যের আটটি জেলার মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের নিয়ে তিনটি ভাগে বৈঠক করেন। রাজ্যের উন্নয়ন মূলক কাজ কর্ম মুখ্যমন্ত্রী পর্যালোচনা করেন। আগামী দিনে জনসংযোগ বৃদ্ধি করার দিকে বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়ে জনপ্রতিনিধিদের অবহিত করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বিধায়কদের উন্নয়নের কাজ সম্পর্কে জানতে চান। যাতে উন্নয়নের কাজে কোনো রকম বাধা সৃষ্টি না হয়। এ ধরনের রিভিউ মিটিং মুখ্যমন্ত্রীর বাসভবনে পূর্বে একাধিকবার হয়েছে। মূলত লক্ষ জনগণের কল্যাণ বলে জানান বি জে পি এবং আই পি এফ টি -র জনপ্রতিনিধিরা। তবে এই দিনের বৈঠকে কিছু জনপ্রতিনিধিকে দেখা যায়নি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য