স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ফেব্রুয়ারি : ১০ লক্ষাধিক টাকার ফেন্সিডিল আটক করতে সক্ষম হলো আমতলী থানার পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করতে পারিনি। জানা যায়, রবিবার সকালে বাইপাস এলাকায় নাকা পয়েন্টে গাড়ি তল্লাশীর সময় একটি ম্যাক্স গাড়ি নাকা পয়েন্টের আসা মাত্রই পুলিশকে দেখে গাড়ি নিয়ে পালিয়ে যেতে চায় গাড়ি চালক। পুলিশ দৌড়ে গিয়ে গাড়িটি আটক করতে সক্ষম হলেও, গাড়ি চালককে আটক করতে পারেনি বলে জানায় পুলিশ। পরবর্তী সময় গাড়ি থেকে ৪ হাজার বোতল এস কফ কফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়।
যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষাধিক টাকার অধিক হবে বলে পুলিশের ধারণা। গাড়িতে আটক করেছে পুলিশ। গাড়ির নম্বর টি আর ০১ ডি ৩৪৭৬। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ থাকার পরেও কিভাবে গাড়ী চালক পুলিশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। মূলত এর পেছনে কী রহস্য রয়েছে তা নিয়ে দেখা দিয়েছে চাঞ্চল্য। কারণ গাড়ি তল্লাশীর সময় একজন পুলিশ দিয়ে ডিউটি হয় না। সুতরাং নাকা পয়েন্টে পর্যাপ্ত পরিমাণে পুলিশ থাকার পরেও অভিযুক্ত গাড়িচালক কিভাবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে তা নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে সাধারণ মানুষের মধ্যে। তবে পুলিশ আধিকারিক জানিয়েছেন নেশা পাচারের ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। যারা পাচারে সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ। এখন দেখার বিষয় পুলিশ কতটা তদন্ত এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। নাকি সবটাই লোক দেখানো নাটক।