স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার টাকা আত্মসাৎ করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করলো রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। অভিযুক্তরা নবনীত কুমার
ও বিনোদ কুমার। বিহারের তাজপুর মহকুমার সমষ্টিপুরের বাংদা গ্রাম থেকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। ২০২১সালে কৈলাসহর ও কুমারঘাট থানার দুইটি মামলার প্রেক্ষিতে ক্রাইম ব্রাঞ্চ দুই প্রতারককে গ্রেফতার করেছে বলে জানায় ক্রাইম ব্রাঞ্চের পুলিশ। আগামীকাল অভিযুক্ত দুজনকে আদালতে তোলা হবে।