স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : আগামী ২৫ এবং ২৬ ফেব্রুয়ারি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর ২৩ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটি হবে আগরতলা টাউন হলে। সম্মেলনে উপস্থিত থাকবেন সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিটব্যুরোর সদস্য প্রকাশ করাট, রাজ্য বিরোধী দলনেতা মানিক সরকার। সম্মেলনের আগে আগামী ২৪ ফেব্রুয়ারি প্রকাশ্য জনসমাবেশ অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে ঘিরে দলের কর্মী সমর্থক থেকে শুরু করে রাজ্যবাসীর সাড়া পাওয়া যাচ্ছে। শনিবার সাংবাদিকদের প্রতিক্রিয়া ব্যক্ত করে কথা বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি বলেন, সম্মেলনে শুধু বাহ্যিক চাপ নিয়ে আলোচনা হবে না। পাশাপাশি নিচুতলা থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। কারণ মানুষের অভাব অনটনের মধ্যেই সম্মেলন অনুষ্ঠিত হবে। তাই মানুষের বর্তমান অবস্থা কিভাবে কাটিয়ে তোলা যাবে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। কারণ রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার নেই। গণতান্ত্রিক অধিকার থাকা অত্যন্ত জরুরী। দীর্ঘ ৪৭ মাস ধরে রাজ্যের অস্বস্তি পরিবেশে চলছে। রাজধানী শহরে সিসি ক্যামেরার নিচে প্রকাশ্যে পুড়ে করে দেওয়া হয়েছে। কোন গ্রেপ্তার নেই। এগুলি রাজ্যের জন্য অবাঞ্ছিত ঘটনা। এইসব বিষয়গুলি নিয়ে রাজ্য সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে জানান তিনি।