স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র রিয়াং তিপ্রা মথায় যোগদান করলেন শনিবার। এদিন জুলাইবাড়িতে দলীয় এক সভায় চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হাত ধরে মনীন্দ্র রিয়াং তিপ্রা মথা দলে যোগদান করেন। দলে স্বাগত জানান প্রদ্যুৎ কিশোর দেববর্মন।
প্রদ্যুৎ কিশোর দেববর্মন মনিন্দ্র রিয়াংয়ের যোগদানের বিষয়ে ঘোষণা দেন। প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, তিপ্রা মথা দলকে গুরুত্ব দেয় না, জাতিকে গুরুত্ব দেয়। ঐক্যবদ্ধ হয়ে থানসা আনবে বলে জানান তিনি। যদি কেউ অন্য কোনো রাজনৈতিক দল থেকে আসতে চায় তাহলে স্বাগত জানানো হবে। এ মুভমেন্ট গ্রেটার তিপরাল্যান্ডের জন্য বলে জানান তিনি। এবং অন্য কোন জলের কর্মী বা নেতৃত্ব যদি আক্রান্ত হয় তাহলে তার পাশে রয়েছে থানসা বলে জানান তিনি। পাশাপাশি তিনি এদিন আরো ঘোষণা দেন যদি রাজ্য সরকার তিপ্রাসাদের উৎসবে ছুটি ঘোষণা না করে তাহলে এ ডি সি সরকার ছুটি ঘোষণা করবে বলে জানান তিনি।