স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে শুধু ১০০ টি স্কুল নয়, রাজ্যের সমস্ত স্কুলের জন্য উন্নত পরিকাঠামো গড়ে তুলতে হবে, অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ ফেল প্রথার পুনরায় চালু করতে হবে, রাজ্যের বিদ্যালয় গুলি বেসরকারি প্রতিষ্ঠান বা এন জি ও হাতে তুলে দেওয়া যাবে না, চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা বন্ধ করা সহ অল ইন্ডিয়া সেইভ এডুকেশন কমিটির পক্ষ থেকে শিক্ষা দপ্তরের বিক্ষোভ দেখানো হয়।
এ বিষয়ে প্রতিনিধিদল জানান কেন্দ্রীয় সরকারের জনবিরোধী জাতীয় শিক্ষানীতি ২০২০ এবং ত্রিপুরা রাজ্য সরকারের বিদ্যাজ্যোতি প্রকল্পের বিরুদ্ধে এদিনের ডেপুটেশন। কারণ রাজ্যের ১০০ টি স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্পে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু রাজ্যের বাকি সমস্ত স্কুলগুলি ছাত্র-ছাত্রীর অনুপাতে শিক্ষক-শিক্ষিকা সংখ্যা অনেকটাই কম। এবং সেসব স্কুলে সঠিক পরিকাঠামো নেই। তাই দাবি জানানো হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে সঠিক পরিকাঠামো গড়ে তোলার জন্য। পাশাপাশি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যে কিছু সংখ্যক বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার। এতে শিক্ষাক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের উপর প্রভাব পড়বে। তাই দাবী জানানো হচ্ছে রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো যাতে বেসরকারি সংস্থার হাতে তুলে না দেওয়া হয়।