স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ফেব্রুয়ারি : ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে নারী ন্যয় যাত্রা কর্মসূচির আয়োজন করা হয় বৃহস্পতিবার। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে হয় এই কর্মসূচি। উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ।
তিনি বলেন, সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী মহিলাদের ন্যায় যাত্রার কথা বলেছেন। সারা দেশের মতো রাজ্যেও এই কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি বলেন আগামী পাঁচ মার্চ মহিলা কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী অলকা লাম্বা আসবেন। তিনি রাজ্য সফরে এসে মহিলাদের ন্যায়ের বিষয়ে বৈঠক করবেন বলে জানান সর্বাণী ঘোষ।