Sunday, September 8, 2024
বাড়িরাজ্যসম্মেলনের মধ্য দিয়ে সরকারের উদ্দেশ্যে বিভিন্ন সমস্যার দৃষ্টি আকর্ষণ করা হবে

সম্মেলনের মধ্য দিয়ে সরকারের উদ্দেশ্যে বিভিন্ন সমস্যার দৃষ্টি আকর্ষণ করা হবে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ফেব্রুয়ারি : আগামী দুই মার্চ কেশব মজুমদার নগরে গার্গী ভট্টাচার্যী মঞ্চে ২৫ তম ষষ্ঠ ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হবে। তিন বছর অন্তর অন্তর এই সম্মেলন হয়ে থাকে। এই সম্মেলনের মধ্য দিয়ে কর্মচারীদের ক্ষোভ ও বঞ্চনা কথা তুলে দেওয়া হয়।

 বৃহস্পতিবার মেলার মাঠ স্থিত সমন্বয় কমিটির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির সম্পাদক নন্দন চক্রবর্তী। তিনি বলেন,সরকারের উদ্দেশ্যে বেশ কিছু বিষয় তুলে ধরা হবে এ সম্মেলনের মধ্য দিয়ে। বিশেষ করে ২৬ শতাংশ বকেয়া অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি করা হবে। শূন্যপদ গুলি পূরণের জন্য দাবি করা হবে। বিশেষ করে রাজ্যের অধিকাংশ স্কুল শিক্ষক সঙ্কটে ভুগছে। তাই শিক্ষক সংকট নেতার দাবিতে ছাত্রছাত্রীরা পথ অবরোধ করছে। সরকারের উদ্দেশ্যে দাবী জানানো হবে যাতে অবিলম্বে শিক্ষক সংকট পূরণ করতে সরকার নিয়োগ করে। এবং বহু স্কুলে প্রধান শিক্ষক নেই। সরকার স্থায়ীভাবে প্রধান শিক্ষকের দায়িত্ব না দিয়ে কোনক্রমে করে পরিচালনা করার চেষ্টা করছে। পঠন-পাঠন সঠিকভাবে পরিচালনা করার জন্য স্কুল গুলিতে অবিলম্বে স্থায়ীভাবে প্রধান শিক্ষক নিযুক্ত করতে হবে বলে দাবি করেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য