Thursday, February 13, 2025
বাড়িরাজ্যমেলায় জুয়ার আসর

মেলায় জুয়ার আসর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ ফেব্রুয়ারি : সিপাহীজলা জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের সরকারি বাসভনের পাশে ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় মনু ফকিরের বাৎসরিক উৎসব ও মেলা। এই মেলাকে কেন্দ্র করে স্থানীয় কিছু মাতব্বর জুয়া ও গাঁজার আসর বসায়।

প্রতি বছরই এই মেলায় জুয়ার আসর বসানো হয়। অথচ এই মেলার নিরাপত্তায় মোতায়েন ছিল পুলিশ। এদিন অভিযোগ পেয়ে স্থানীয় সাংবাদিকরা জুয়ার আসরে উপস্থিত হলে সাংবাদিকদের ক্যামেরা দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জুয়ারিরা। স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ এই মেলার নামে স্থানীয় কয়েকজন মাতব্বর এলাকার স্বাভাবিক পরিবেশ কয়েকদিনের জন্য বিষিয়ে তুলে। এতে এলাকার যুবকদের পাশাপাশি শিশু ও কিশোরদের উপর জঘন্যতম প্রভাব পরে। পুলিশের সাথে গোপন রফা করে এদিন এই জুয়ার আসর বসানো হয়েছিল বলে এলাকাবাসী সূত্রে খবর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য