স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : বিভিন্ন সমস্যায় জর্জরিত রাজ্যের দৃষ্টিহীনরা। বেকারত্ব ও শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সমস্যায় ভুগছে তারা। তাই, অল ইন্ডিয়া ব্লাইন্ড এসোসিয়েশনের একটি প্রতিনিধি দল শনিবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকারের সাথে দেখা করেন। এবং তাদের ১৩ দফা দাবি সনদ তুলে ধরেন বিরোধী দলনেতার কাছে। বিরোধী দলনেতা দাবিগুলি তাদের কাছ থেকে জানতে পেরে সহমত পোষণ করেন।
পরে এই প্রসঙ্গে বিরোধী দলনেতা মানিক সরকার জানান, তারা যে দাবিগুলি তুলেছে, সেই দাবিগুলি সিপিআইএম সরকার থাকার সময় কার্যকর করার জন্য ভূমিকা গ্রহণ নেওয়া হয়েছিল। এর মধ্যে কিছু দাবি তৎকালীন সরকারের সময় কার্যকর হয়েছে, এবং কিছু দাবি প্রাথমিক পদক্ষেপের জন্য কার্যকর হওয়ার পরও স্থিতাবস্থা ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে আগে কার্যকর হওয়া বেশ কিছু জিনিস বর্তমানে বন্ধ হয়ে গেছে। আর যেগুলি কার্যকরী হয়েছিল সেগুলি আর বাস্তবায়িত হয়নি। পরবর্তী সময় সংগঠনের পক্ষ থেকে বহুবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করে তারা। কিন্তু তাদের বারবার অবহেলা করা হয়েছে। তাদের কথা কেউ শুনছে না। সরকারী অফিস তাদের মানুষ বলে মনে করছে না। এতে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণভাবে অমানবিক। তাদেরকে কেন এত অবহেলা করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি জানান তারা যাতে দাবিগুলি নিয়ে পুনরায় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এবং তাদের কাছ থেকে জেনে আশ্চর্য হয়ে বললেন রাজ্যে ছাত্র-ছাত্রীদের স্কুল পৃথক ছিল। বর্তমানে এইগুলি একসাথে করার পরিকল্পনা চলছে। তা হয়তো ঠিক হবে না বলে জানান তারা। তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন মানবিক হয়ে তাদের দাবি গুলি পূরণ করার জন্য।