Tuesday, February 11, 2025
বাড়িরাজ্যছয় ঘণ্টায় আগরতলা পৌঁছে যেতে পারছে মনিপুরের মানুষ : মুখ্যমন্ত্রী

ছয় ঘণ্টায় আগরতলা পৌঁছে যেতে পারছে মনিপুরের মানুষ : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : উত্তর-পূর্ব ভারতে সংখ্যার দিক থেকে সাংসদের সংখ্যা কম হওয়ায়, আগে তেমন গুরুত্ব দেওয়া হতো না। কিন্তু নরেন্দ্র মোদী উত্তর-পূর্বাঞ্চলকে গুরুত্ব সহকারে দেখছেন। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলিকে অষ্টলক্ষী বলেছেন। মনিপুরের জিরিবামের নেতাজী উচ্চ বিদ্যালয়ে বিজেপি প্রার্থী নামেইরাকপাম বুদ্ধচন্দ্র সিংজির সমর্থনে প্রকাশ্য সভায় এমনটা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

মুখ্যমন্ত্রী এইদিন কেন্দ্রের পূর্বতন সরকারের সমালোচনায় মুখর হন। মুখ্যমন্ত্রী বলেন অন্য কোন প্রধানমন্ত্রী গুরুত্ব দেয়নি উত্তর-পূর্ব ভারতকে, যতটা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিয়েছেন। বর্তমানে আগরতলা থেকে জিরিবাম পর্যন্ত ট্রেন এসেছে। এখন জনশতাব্দি এক্সপ্রেস হয়ে জিরিবাম থেকে মাত্র ছয় ঘণ্টায় আগরতলা পৌঁছে যেতে পারছে মনিপুরের মানুষ। উত্তর-পূর্ব ভারতে সংখ্যার দিক থেকে সাংসদের সংখ্যা কম বলে, আগে তেমন গুরুত্ব দেওয়া হতো না। কিন্তু নরেন্দ্র মোদী উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য গুলিকে অষ্টলক্ষী বলেছেন। উত্তর-পূর্ব ভারতে সূর্য প্রথম উদিত হয়। তাই আগামী দিনে এই অঞ্চল‌ই দেশকে সঠিক রাস্তা দেখাবে।

মনিপুরবাসীর সকল সমস্যার সমাধান একমাত্র কেন্দ্র এবং রাজ্যের বর্তমান সরকার করতে পারে, কোন নির্দল প্রার্থী করতে পারবে না বলেও অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন করোনাকে মোকাবেলা করার জন্য যখন কোন ঔষধ তৈরি হয়নি, টিকাও তৈরি হয়নি। আমাদের কাছে একটাই উপায় ছিল ঘরে বসে থাকা। ঠিক তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশীয় উপায়ে টিকাকরণের আবিষ্কার করে ভারতবাসীকে বাঁচিয়েছেন। আগে বিদেশে কোন টিকা আবিস্কার হলে তা ভারতে আসতে বছরের পর বছর সময় লেগে যেত। কিন্তু করোনার টিকা ভারতেই তৈরি হয়েছে। সাধারন মানুষ বিনামূল্যে সেই টিকা পেয়েছে। টিকা তৈরি করার ক্ষেত্রে সময়ও বেশি লাগেনি। এইদিনের প্রকাশ্য সভায় বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারন মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনিয়। সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও বিজেপি প্রার্থী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য