Sunday, February 9, 2025
বাড়িরাজ্যহকার উচ্ছেদের প্রতিবাদে সি আই টি ইউ -র বিক্ষোভ

হকার উচ্ছেদের প্রতিবাদে সি আই টি ইউ -র বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ ফেব্রুয়ারি : বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগম কর্তৃক পরিবহন শ্রমিকদের উপর হয়রানি বন্ধ করার দাবিতে শনিবার সি আই টি ইউ অনুমোদিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন‌ ও ত্রিপুরা অটো রিকশা ওয়ার্কাস ইউনিয়ন যৌথভাবে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। মিছিলটি সি আই টি ইউ রাজ্য কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা পুর নিগমের মেয়রের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়।

দাবি তোলা হয় জবরদস্তি দখলমুক্ত করা বন্ধ করা। আলোচনার মাধ্যমে হকার এবং পরিবহন শ্রমিকদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করে যাতে ভূমিকা গ্রহণ করে পুর নিগম। এ বিষয়ে সি আই টি ইউ সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত জানান, সম্প্রীতি শিশু বিহার স্কুলে সংলগ্ন এলাকায় থেকে ১০ জন ক্ষুদ্র ব্যবসায়ী উচ্ছেদ করা হয়েছে, হারাধন সংঘ থেকে ১০-১২ জন ক্ষুদ্র ব্যবসায়ী উচ্ছেদ করা হয়েছে, শকুন্তলা রোড এলাকা থেকে ফুল ব্যবসায়ী উচ্ছেদ করা হয়েছে। বটতলা বাঁশ বাজারের ৮ জন ব্যবসায়ীকে উচ্ছেদ করতে চাইছে। ২০১৪ সালে হকার ভেন্ডারদের নিয়ে একটি আইন হয়। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে উচ্ছেদ করার আগে হকার এবং ভেন্ডারদের সাথে অবশ্যই আলোচনা করতে হবে। তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে প্রশাসনের ভূমিকা গ্রহণ করতে হবে। কিন্তু কোনো আইন-কানুন মানছে না নিগম। একটি বিমাতৃসুলভ আচারণ করে চলেছে পুর নিগম। মানুষের চলাচলের জন্য অবশ্যই রাস্তা পরিষ্কার করা দরকার কিন্তু বিকল্প ব্যবস্থার কেন করা হবে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এবং রাজ্যে বিপণিবিতানগুলোতে ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থান দেওয়ার দাবি জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য