নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.) : শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহারাষ্ট্রের থানে এবং দিভা সংযোগকারী দুটি অতিরিক্ত রেললাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মুম্বই শহরতলির রেলওয়ের দুটি শহরতলির ট্রেনেরও পতাকা নাড়িয়ে সূচনা করেন।প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসারে, কল্যাণ কেন্দ্রীয় রেলওয়ের প্রধান জংশন। দেশের উত্তর দিক এবং দক্ষিণ দিক থেকে আসা ট্রেনগুলো কল্যাণে মিলিত হয় এবং ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস দিকে চলে যায়।
এখানকার চারটি ট্র্যাকের মধ্যে, দুটি ট্র্যাক ধীরগতির লোকাল ট্রেনের জন্য এবং দুটি ট্র্যাক দ্রুত লোকাল, মেইল এক্সপ্রেস এবং গুডস ট্রেনের জন্য ব্যবহৃত হয়েছিল। শহরতলির এবং দূরপাল্লার ট্রেনগুলিকে আলাদা করতে দুটি অতিরিক্ত ট্র্যাকের পরিকল্পনা করা হয়েছিল। থানে এবং দিভা সংযোগকারী দুটি অতিরিক্ত রেললাইন আনুমানিক ৬২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এবং এখানে ১.৪ কিলোমিটার দীর্ঘ রেল ফ্লাইওভার, ৩টি বড় সেতু, ২১টি ছোট সেতু রয়েছে। এই রেললাইন মুম্বইতে শহরতলির ট্রেনের সঙ্গে দূরপাল্লার ট্রেনের যোগাযোগকে সরিয়ে দেবে। এই লাইনগুলির ফলে শহরে ৩৬টি নতুন শহরতলির ট্রেন চালু করতে সক্ষম হবে।