Saturday, July 27, 2024
বাড়িরাজ্যপুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় আটক ২ গাঁজা পাচারকারী

পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় আটক ২ গাঁজা পাচারকারী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ ফেব্রুয়ারি : গোপন খবরের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পুলিশ চন্দ্রপুর আই এস বি টি বাস স্ট্যান্ড থেকে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। তাদের কাছ থেকে ১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। দুই ব্যক্তির মধ্যে একজনের নাম ধনঞ্জয় বিশ্বাস, বাড়ি মধুপুর বনকুমারি এলাকায় এবং অপরজন নিরঞ্জন সরকার, বাড়ি চারিপাড়া এলাকায়। দুজনকেই এন ডি পি এস মামলায় আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

পূর্ব থানার ওসি জানান, মঙ্গলবার সকালে গোপন খবরের মাধ্যমে জানতে পারে দুজন ব্যক্তি গাঁজা নিয়ে চন্দ্রপুর আইএসবিটি স্টেশন আসবে। তারপর চন্দ্রপুর থেকে আমবাসার উদ্দেশ্যে রওনা হবে। এই খবর পেয়ে পুলিশ ও পেতে বসে থাকে। যথারীতি দুজনে আসে। পুলিশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১০ কেজি শুকনো গাঁজা। যার কালোবাজারি মূল্য প্রায় ৪০ হাজার টাকা হবে। রাজ্যের বাইরে এর কালোবাজারি মূল্য পায় ৪ লক্ষাধিক টাকা। পুলিশ তাদের কাছ থেকে জানতে পেরেছে কোথা থেকে গাঁজাগুলি ক্রয় করেছে। এবং এর সাথে কারা কারা জড়িত। বাকিদের জালে তুলতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে পুলিশের। শনিবার তাদের কোর্টে তোলা হবে বলে জানান পূর্ব থানার ওসি সনজিৎ সেন। এখন দেখার বিষয় পুলিশ তদন্ত নেমে ঘটনার সাথে জড়িত বাকি অভিযুক্তদের জালে তুলতে সফল হয় কিনা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য