Saturday, February 15, 2025
বাড়িজাতীয়২০০৮ আহমেদাবাদ বিস্ফোরণে মৃত্যুদণ্ডের সাজা ৩৮ দোষীর, ১১ জনের যাবজ্জীবন

২০০৮ আহমেদাবাদ বিস্ফোরণে মৃত্যুদণ্ডের সাজা ৩৮ দোষীর, ১১ জনের যাবজ্জীবন

আহমেদাবাদ, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): গুজরাটের আহমেদাবাদে ২০০৮ সালের ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় ৪৯ জন দোষীর মধ্যে ৩৮ জনকে মৃত্যুদণ্ডের সাজা দিল গুজরাটের বিশেষ আদালত। যাবজ্জীবনের সাজা দেওয়া হয়েছে বাকি ১১ জন দোষীকে। গত ৮ ফেব্রুয়ারি ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলায় ৭৭ জন অভিযুক্তের মধ্যে ৪৯ জনকে দোষীসাব্যস্ত করেছিল গুজরাটের বিশেষ আদালত। বেকসুর খালাস ঘোষণা করা হয় ২৮ জনকে। অবশেষে শুক্রবার সাজা ঘোষণা করল আদালত। এদিন ৪৯ জন দোষীর মধ্যে ৩৮ জনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে আদালত এবং যাবজ্জীবনের সাজা দেওয়া হয়েছে বাকি ১১ জনকে।

এই মামলায় বেকসুর খালাস হওয়া ২৮ জনের মধ্যে ১২ জনকে প্রমাণের অভাবে নির্দোষ ঘোষণা করা হয়। ১৩ বছরেরও বেশি পুরনো এই মামলার বিচার গত বছরের সেপ্টেম্বর মাসে শেষ করেছিল আদালত। উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ জুলাই ৭০ মিনিটের ব্যবধানে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছিল আহমেদাবাদ শহর। ২১টি বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৫৬ জনের এবং অন্ততপক্ষে ২০০ জন আহত হয়েছিলেন। আহমেদাবাদে বিস্ফোরণের পরেই সুরাটের বিভিন্ন প্রান্ত থেকেও উদ্ধার হয় বোমা। আহমেদাবাদে ২০টি এফআইআর রুজু করা হয় এবং সুরাটে ১৫টি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য