Saturday, July 27, 2024
বাড়িরাজ্যআমরা ক্রমশ হিন্দু রাষ্ট্রের দিকে যাচ্ছি : প্রাক্তন বিচারপতি

আমরা ক্রমশ হিন্দু রাষ্ট্রের দিকে যাচ্ছি : প্রাক্তন বিচারপতি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : সমাজ পরিবর্তনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এর জন্য বিভিন্ন বিতর্ক, দ্বন্দ্ব চলছে। কখনো কখনো বিতর্ক স্বৈর মনোভাব সৃষ্টি করছে। বলা হচ্ছে এসব কথা ভারতবর্ষে বলা যাবে না। কারণ ভারতবর্ষ এখন ভক্ত ভারত হয়ে গেছে। এবং রাজনৈতিক বিতর্ক রয়েছে। নেতারা তাদের ভাষণ দিয়ে আদর্শ তুলে ধরেছে।

 কখনো কখনো আবার তাদেরই মুখোশ খুলে যাচ্ছে। অক্ষর পাবলিকেশন আয়োজিত গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে রবিবার এই কথা বলেন ওরিষা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুভাশিষ তালাপত্র। আমরা ক্রমশ হিন্দু রাষ্ট্রের দিকে যাচ্ছি। হিন্দু শাস্ত্রের মধ্যে ব্যাখ্যা নেই। মেগাস্তিনিজ বই লেখার সময় সিন্দু নদীর পারাপারের বিষয় নিয়ে হিন্দু শব্দটি উচ্চারণ করেছিলেন। কিন্তু এই হিন্দু শব্দের সাথে ধর্মের কোন যোগাযোগ নেই। এমনটাই বললেন প্রাক্তন বিচারপতি। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে উনার হাত ধরে এক গ্রন্থের প্রকাশ হয়। উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য