স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : সাত রামনগর বিধানসভা কেন্দ্রের ২১ নং বুথে আয়োজিত প্রধানমন্ত্রীর ১১০ তম মন কি বাত অনুষ্ঠানে অংশ নিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রদীপ প্রজ্বলন করেন।
তারপর কার্যকর্তাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনেন। মন কি বাত শোনার পর প্রদেশ বিজেপি সভাপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সমাজের জন্য এই মন কি বাত অনুষ্ঠানে কথা বলে প্রধানমন্ত্রী। কার্যকর্তাদের উদ্দেশ্যে সকলের সমাজের স্বার্থে কাজ করতে নির্দেশ দেন। রাজীব ভট্টাচার্য আরো বলেন, সমাজের অন্তিম ব্যক্তির পর্যন্ত সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে চাইছেন তিনি।