Friday, October 18, 2024
বাড়িরাজ্যইস্যুহীন তিপরা মথার গেইম প্ল্যান শুরু!

ইস্যুহীন তিপরা মথার গেইম প্ল্যান শুরু!

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ফেব্রুয়ারি : লোকসভা নির্বাচনের আগে ইস্যুহীন তিপরা মথার গেইম প্ল্যান শুরু। কেন্দ্রের সাথে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় বুবাগ্রা আমরণ অনশন বসতে চলেছে বলে রাজনৈতিক সূত্রে খবর। ২৮ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশনে বসবেন তিনি। হতাশ প্রদ্যুৎ -এর আমরণ অনশন নিয়ে রবিবার সম্পন্ন হয় এক ম্যারাথন বৈঠক। রবিবার রাজধানীর ভোলাগিরি স্থিত মাণিক্য এনক্লেভে অনুষ্ঠিত হয় তিপ্রা মথা দলের গুরুত্ব পূর্ণ বৈঠক।

 এইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তিপ্রা মথা দলের নেতৃত্ব বিজয় রাঙ্খল, প্রদ্যোৎ কিশোর দেববর্মণ, দলের সকল বিধায়ক সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব। তিপ্রা মথা দলের নেতৃত্ব বিজয় রাঙ্খল জানান দীর্ঘ এক বছর ধরে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের সাথে তিপ্রা মথা দলের নেতৃত্ব তাদের দাবি নিয়ে আলোচনা চালিয়ে গেছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোন সদুত্তর পাওয়া যায় নি। এই পরিস্থিতিতে তিপ্রা মথা দল আমরণ অনশনে বসার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে বড়মুড়ার হাতাই কতরে  শুরু হবে এই আমরণ অনশন। পাশাপাশি চলবে অন্যান্য আন্দোলন কর্মসূচি। এদিকে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কাছ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলে জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশে মধ্যস্ততাকারী এ কে মিশ্রা রাজ্যে এসেছিলেন। উনার সাথে সমাজপতি, আই পি এফ টি, তিপ্রা মথা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব সাক্ষাৎ করেছিলেন। তিনি বলেছিলেন জনজাতিদের সাংবিধানিক অধিকার দ্রুত হয়ে যাবে। কিন্তু সেই অধিকার এখনো ফিরে পায়নি। যার কারণে রোমান হরফে লেখা দাবি সহ বিভিন্ন বিষয়ে আন্দোলন গড়ে তুলতে হচ্ছে। জনজাতি অংশের মানুষকে আর কতদিন আশ্বাস দিয়ে রাখা হবে সে বিষয়ে কোন সুরাহার পথ না পেয়ে আন্দোলনের পথে হাঁটতে হচ্ছে বলে জানান তিনি। তবে বলার অপেক্ষা রাখে না এই সরকারের মন গলানোর একটাই কবচ আন্দোলন। যতবারই আন্দোলনে নেমেছে মথা, ততবারই মন গলেছে বিজেপি -র। হয়তো এবারও তাই হবে!

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য